রুমায় ২০ টি উন্নয়ন প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পন্ন

বান্দরবানের রুমা উপজেলা পরিষদের ৩১ লক্ষ ৮০ হাজার টাকার ব্যয়ে চারটি ইউনিয়নের ২০টি প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তার এসব প্রকল্পের কাজ বাস্তবায়নের ফলে স্থানীয় এলাকাবাসীর উপকার হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা। গত সোমবার (৭মে) বিকালে সাড়ে ৪ টায় উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এক আলাপ চারিতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদের সূত্র জানায়, এডিপি (এ্যানোয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এর আওতায় চলতি অর্থ বছরে উন্নয়ন কাজ করতে ৩১ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্ধ প্রদান করে সরকার। প্রাপ্ত বরাদ্ধ এ টাকায় উপজেলা পরিষদের স্থানীয় লোকজনের চাহিদার কথা বিবেচনা করে ২০টি প্রকল্প গ্রহণ করা হয়।

স্থানীয় প্রতিনিধিদের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) সভাপতি বানিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন চলছে। তবে এসব কাজের মান ও অগ্রগতি দেখা ভালের দায়িত্ব পালন করছেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, পিআইসি’র মাধ্যমে বাস্তবায়নাধীন ২০টি কাজ ইতোমধ্যে ৯০ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। আগামী ৩০ জুনের মধ্যে গৃহিত সব কাজ শতভাগ শেষ হয়ে যাবে।

NewsDetails_03

এদিকে লাইরুনপি পারেম লুসাই বলেন যাত্রী ছাউনীর দাবী ছিল-উপজেলা নির্বাচনের সময় থেকে। পরিষদের এ যাত্রী শুধু মাত্র পাড়াবাসীর উপকারে সীমাবদ্ধতা থাকবে না। এপাড়ার মাঝখানের রাস্তা দিয়ে দুর দুরান্ত থেকে অন্য পাড়ার লোকজন বাজারে যাওয়া-আসা করছেন, তাদেরও উপকারে আসছে। কেননা, এ যাত্রী ছাউনিটি বাজারের রাস্তার পাশে মিড পয়েন্টে পরেছে বলে জানালেন পর্যটকের পথপ্রদর্শক পানোয়াম বম।

উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, উপজেলা পরিষদের গৃহিত ছোট্ট ছোট্ট প্রকল্পগুলো দুই লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ। তবে বিন্দুমাত্র হলেও স্থানীয়দের উপকারে আসবে। চাহিদা ভিত্তিক বাস্তবতার নিরীক্ষে জনকল্যাণের কথা বিবেচনায় ওইসব প্রকল্প গ্রহণ করেছেন।

তবে দুই লক্ষ টাকার অধিক গৃহিত ২২ টি প্রকল্পের কাজ ঠিদকাদারের মাধ্যমে বাস্তবায়ন চলছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন