রুমায় ৭৫০ পরিবারের হাতে পার্বত্য জেলা পরিষদের উপহার
বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে কর্মহীন অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় করোনা ভাইরাস জনিত সংকটময় পরিস্থিতিতে গরীব,অসহায় ও দুস্থ কর্মহীন ব্যক্তিদের মাঝে চাউল বিতরণ। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩০জুন) চান্দা পাড়ার করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১১০ জন অসহায় দুস্থদের মাঝে জেলা পরিষদ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
বিগত ১,২,৪,৬ ও ৯নং ওয়ার্ডের ঝড়ে পড়া কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা ও পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মার্মাসহ জনপ্রতিনিধি প্রমূখ।