রুমায় ৭৫০ পরিবারের হাতে পার্বত্য জেলা পরিষদের উপহার

NewsDetails_01

বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে কর্মহীন অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ।

NewsDetails_03

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় করোনা ভাইরাস জনিত সংকটময় পরিস্থিতিতে গরীব,অসহায় ও দুস্থ কর্মহীন ব্যক্তিদের মাঝে চাউল বিতরণ। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩০জুন) চান্দা পাড়ার করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১১০ জন অসহায় দুস্থদের মাঝে জেলা পরিষদ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।

বিগত ১,২,৪,৬ ও ৯নং ওয়ার্ডের ঝড়ে পড়া কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা ও পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মার্মাসহ জনপ্রতিনিধি প্রমূখ।

আরও পড়ুন