রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে গুলি করে হত‍্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব‍্যক্তি রোয়াংছড়ি ইউনিয়নে ৩নং ওয়ার্ড তুলাছড়ি পাড়ার বাসিন্দা তয়ারাম ত্রিপুরা ছেলে বেরনচন্দ্র ত্রিপুরা (৫২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুন ২০২১) রাত সাড়ে ৯টা দিকে বরেনচন্দ্রকে তুলাছড়ির নিজ বাসা থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী স্থানে গুলি করে হত‍্যা করে সন্ত্রাসীরা।

NewsDetails_03

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বেরনচন্দ্র ত্রিপুরা বেশ কিছুদিন আগে খ্রিষ্টান ধর্ম ত‍্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে। তবে তাকে রাতের আঁধারে এসে কে বা সন্ত্রাসীদের কোন গ্রুপ গুলি করে হত‍্যা করেছে তা কেউ বলতে পারেননি।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবীর বলেন, রাত সাড়ে ৯টা দিকে তাকে গুলি হত‍্যা করা হয়েছে। তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন