রোয়াংছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়িতে ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ঘেরাওমুখ পাড়ায় বিনামুল্যে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন বান্দরবান সেনা জোন ।

NewsDetails_03

বান্দরবান সেনা জোন এর কমান্ডার লেঃ কর্ণেল আখতার-উস-সামাদ রাফি, বিএসপি, পিএসসি এর নির্দেশনায় এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ওমর খালিদ রুমীর ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রদান করেন বান্দরবান জোনের রেজিমেন্ট মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ সানাউল্লাহ, ক্যাপ্টেন হুমায়রা শহীদসহ বিভিন্ন চিকিৎসা বিভাগের মেডিক্যাল সহকারী।

এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আকিব আহমেদ এবং বেতছড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইশতিয়াক।

এসময় সাধারণ চিকিৎসার পাশাপাশি শিশু স্বাস্থ্য সেবা এবং মহিলা বিষয়ক সেবা প্রদান করা হয়।
বান্দরবানের জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার-উস-সামাদ রাফি, বিএসপি, পিএসসি বলেন, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বান্দরবান সেনা জোন প্রতিনিয়ত পার্বত্য এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে । শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় বসবাসরত মানুষের যে কোন ধরনের সেবা প্রদান করতে আমরা সব সময় প্রস্তুত।

আরও পড়ুন