আজ ৫ মে দেশের বহুল প্রচারিত একটি দৈনিকে “পাথর ভাঙ্গার শব্দ কানে পৌঁছাইনি প্রশাসনের” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে সংবাদটি আদালতের নজরে এসেছে। আর এর প্রেক্ষিতে উক্ত প্রতিবেদনে বর্ণিত ঘটনাটি ফৌজদারী কার্যবিদি ১৯০ (১) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোয়াংছড়িকে বিষয়টি বিস্তারিত তদন্ত পূর্বক আগামী ১২ মে এর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বান্দরবানের আমলী আদালত এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম ইমরান এই আদেশ প্রদান করেন।
প্রসঙ্গত,বান্দরবান পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় পাথর উত্তোলনের সংবাদ পাহাড়বার্তা’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও প্রশাসনের নিস্ক্রিয়তায় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় পাথর ব্যবসায়িরা।