বান্দরবানে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বিহারে দানোৎতম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান মধ্যে দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের মাস ব্যাপী দানোৎসব সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সারা দিন ব্যাপী রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বিহারে প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়। নানাদি দানীয় বস্তু অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা সারি বদ্ধভাবে পিন্ডাচরণ করেন। এসময় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মপ্রাণ বিভিন্ন শ্রেণি পেশার দায়ক দায়িকাদের সাথে বীর বাহাদুর (উশৈসিং) এমপি ও অংশ নিয়ে পিন্ডদান সহ বিভিন্ন ফলমূল দানীয় বস্তুগুলো সকল বৌদ্ধ ভিক্ষুদেরকে দান করেন।
প্রথম পর্বে দানীয় বস্তু অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র। দ্বিতীয় পর্বে বেলা ২টায় দায়ক দায়িকাদের গৃহশীল হিসেবে পঞ্চশীল গ্রহণের মধ্যে দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বিহারে অধ্যক্ষ ও সংঘরাজ ভদন্ত উ. উইচারিন্দা মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ও ধমীয় গুরু উ: পঞ্ঞানাইন্দা মহাথের,পার্বত্য ভিক্ষু পরিষদের সদস্য সচিব উ: তেজবংশ থের,রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা,জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,রোয়াংছড়ি নির্বাহী অফিসার মো: শফিকুর রিদোয়ান আলমান শাকিল রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোা: শরিফুল ইসলাম,রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিং প্রু মারমা,রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,চীবর দান উদযাপন কমিটি আহবায়ক মংহাইনু মারমা,সোয়ানলু পাড়া সরকারি প্রা:বি:শিক্ষক উথোয়াই মারমা প্রমুখ।