লামায় অর্ধগলিত লাশ উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ের পাদদেশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে সাদা ফুল শার্ট ও পরনে লুঙ্গি রয়েছে। বয়স আনুমানিক ৪০-৪২ বছর হবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, আবদুল মোতালেব নামের এক ব্যক্তি শ্রমিক নিয়ে মঙ্গলবার সকালে নিজ বাগানের জঙ্গল পরিস্কার করতে যান। এক পর্যায়ে পাহাড়ের পাদদেশে অর্ধগলিত অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন অর্ধগলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশ সনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্ত্রের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন