লামায় বন্যা কবলিতদের হাতে খাবার তুলে দিলো সেনাবাহিনী

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় বন্যা কবলিত আশ্রিত মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিলেন আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল মঞ্জুর হাসান পিএসসি। আজ শনিবার (২০জুন) দুপুরে লামা আদর্শ বালিকা বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রিত ১২৫ নারী পুরুষে হাতে এ খাবার তুলে দেন তিনি।

এ সময় সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আকিফ, লামা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সুবেদার মেজর এস.এম শাহাব উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, জোন সেনাবাহিনীর জিসিও ইহসান প্রমূখ উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এ সময় জোন কমান্ডার লে. কর্ণেল মঞ্জুর হাসান পিএসসি বলেন, মাতামুহুরি ভাটি অঞ্চলের অধিবাসীরা বর্ষা মৌসুমে বন্যাসহ পাহাড় ধসের মত দুর্যোগের শিকার হন। সুতরাং নিন্মাঞ্চল ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা প্রবল বর্ষণের সময় সতর্কতাসহ নিরাপদে আশ্রয় নিতে হবে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে কেউ আতংকিত না হয়ে সচেতন হোন। যেহেতু রোগটির ওষুধ এখনো আবিস্কার হয়নি, সেহেতু বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে চলাটাই হলো সংক্রমন এড়ানোর একমাত্র ওষধ।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিনগত রাত থেকে একটানা প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে লামা পৌরসভা এলাকার নিন্মাঞ্চলে অবস্থিত ঘরবাড়ি প্লাবিত হয়। এর মধ্যে ১২৫ জন আদর্শ বালিকা বিদ্যালয়ে আশ্রয় নেয়।

আরও পড়ুন