বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুট, ১৪টি অস্ত্র ছিনতাই

ব্যাংক ম্যানেজার অপহরণ

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলায় রাতের আধারে সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক লুট করে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র নিয়ে যায়। এসময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন কে অপহরণ করা হয়। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে রুমা উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংকের গ্রীল ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে অন্তত ১ কোটি ৫৯ লাখ টাকা নিয়ে যায়, এসময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মারধর করে ১৪ টি অস্ত্র ছিনিয়ে নেয়। টাকাগুলো মঙ্গলবার বান্দরবান সদর থেকে রুমা সোনালী ব্যাংকে পাঠানো হয়।

NewsDetails_03

আরো জানা গেছে, এসময় উপজেলা মসজিদ ঘেরাও করে মসুল্লিদের মোবাইল ফোন ছিনতাই করে। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠেছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে।

এদিকে এই ঘটনার পর সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, এলাকায় আতংক বিরাজ করায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন