আলীকদমে সেনাবাহিনীর অর্থায়নে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম জোনের সার্বিক তত্বাবধানে ১৩০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলা সামগ্রী, সাংস্কৃতিক শিক্ষা সরঞ্জাম প্রদান করা হয়। এছাড়াও ১৩০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ এবং ৩৫০টি অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলায় মুরং কমপ্লক্সে এই শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার বিএ-৪৮৯৩ ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় প্রধান অতিথি বলেন, এই পার্বত্যাঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। দূর্গম পাহাড়ি এলাকাগুলোতে অসহায় মানুষদের জন্য নগদ আর্থিক অনুদান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে।

এই সময় আরও উপস্থিত ছিলেন, ৩১ বীর আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি, আলীকদম উপজেলার ভূমি কমিশনার জিল্লুর রহমান, আলীকদম থানার অফিসার ইনচার্জ তবিদুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।

আরও পড়ুন