লামায় যুবলীগের উদ্যোগে শহীদদের স্মরণে সভা

NewsDetails_01

১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা ও ২১ অগাস্টে ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে এক স্মরণসভার আয়োজন করেছে বান্দরবানের লামা পৌর শহর আওয়ামী যুবলীগ।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। পৌর শহর যুবলীগের সভাপতি মো. সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা জামাল।

NewsDetails_03

এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ছাচিংপ্রু মার্মা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জল বড়–য়া, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাদশা, উপজেলা তাঁতী লীগ সভাপতি মো. নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক মোহাম্মদ শাহীন, সরকারী মাতামুহুরী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদ আদনান বিশেষ অতিথি ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বাঙালি জাতির শোকের দিন। জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৫ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।

তারা আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়। এতে মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী। ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালায় ঘাতকচক্র। তারা বর্বরোচিত হামলাকারীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান ৷

আরও পড়ুন