সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টায় লামা পৌরসভায় একটি গার্বেস ট্রাকের চাবি হস্তান্তরের পর একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভিত্তি প্রস্তর স্থাপন করে মাতামুহুরী নদীর ওপর নির্মিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী। এরপর লামামুখ হতে শীলেরতুয়া রাস্তার ভিত্তিপ্রস্তর, তপোবন বিদর্শন ভাবনা কেন্দ্র, ধর্মরত্ন বৌদ্ধ বিহার উদ্বোধন, সুনন্দ বৌদ্ধ বিহার উদ্বোধন করবেন তিনি। বিকালে রুপসীপাড়া লামা খালের ওপর নির্মিত ব্রিজের উদ্ভোধন শেষে রুপসীপাড়া হতে মংপ্রু পাড়া রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতল ভবন উদ্বোধন করে রুপসীপাড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
1 মন্তব্য
? ?❤ ? вoт? powered? вy? Lovely? Qadir
♥ c h α υ δ h r ψ s ? β ο τ τ ε r ♥
♥ HABIB-XD-1.TK ♥
♥ BOT OWNER ♥ HABIB KHAAN ♥