বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের বিদায় ও নবাগত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা’র বরণ শনিবার দিবাগত রাত ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে থানা মিলনায়তনে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল সালাম চৌধুরী‘র সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.লেয়াকত আলীর সঞ্চালনায় এতে উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী আক্কাস ও পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম অতিথি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মঞ্জুর আলম, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, মো. তৈয়ব আলী, পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশ, গিয়াস উদ্দিন, ইকবাল মনির সহ প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার সু-স্বাস্থ্যসহ সাফল্য কামনা এবং নবাগত অতিথিকে স্বাগত জানানো হয়। শেষে বিদায়ী ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপস্থিত অতিথিরা।