শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করছে খাগড়াছড়ি জোন

NewsDetails_01

খাগড়াছড়ি জোন কর্তৃক পানছড়ি যৌথ খামার মারমা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) ১২ ঘটিকায় খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি আর্মি ক্যাম্পের আয়োজনে পানছড়ির যৌথ খামার মারমা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন।

খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল( পিএসসি) উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন।

NewsDetails_03

এসময় জোন কমান্ডার জানান, পাহাড়ে অসহায় মানুষের সেবা এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি জোন নিয়মিত শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এবং তা ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে।

শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মোঃ জোবায়ের মাহমুদ এবং লেঃ সাদ হোসেন সহ স্কুলের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

উক্ত শিক্ষা উপকরণ সামগ্রী পেয়ে খাগড়াছড়ি জোন এর এমন উদ্যোগে শিক্ষার্থী এবং এলাকার ব্যক্তিবর্গ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

আরও পড়ুন