শেখ হাসিনার অবদানে পার্বত্য জেলায় উন্নয়নের জোয়ার বইছে : বীর বাহাদুর

NewsDetails_01

বর্তমান আওয়ামী লীগ সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে পার্বত্য বান্দরবান জেলা সহ তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এ উন্নয়ন সম্ভব হয়েছে।

আজ রবিবার (২২নভেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক উপজেলার ফাইতং ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্ভোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন তিনি।

NewsDetails_03

ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ, লামা পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল ও লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

এর আগে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফাইতং হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত খেদারবান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, ৩ কোটি টাকা ব্যয়ে বানিয়ারছড়া থেকে ফাইতং হাইস্কুল পর্যন্ত দুই কিলোমিটার সড়ক উন্নয়ন, চিউপতলী শেখ রাসেল স্মৃতি সংসদ অফিস, রাঙ্গাঝিরি জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ, ধুইল্যাছড়ি আবদুল কাদের জিলানী জামে মসজিদ, কামাইজ্যাঝিরি ত্রিপুরা ত্রিপুরা পাড়া কমিউনিটি সেন্টার, চিউপতলী বাজার যাত্রী ছাউনী সহ ১০ কোটি টাকার ১৮টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন