সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সেতারা

আসন্ন ১৮ মার্চ অনুষ্ঠিতব্য বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচন থেকে এবার সরে দাঁড়ানোর ঘোষনা দিলেন, জাতীয় পার্টি (জাপা) মনোনিত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেতারা আহামদ। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে প্রার্থীর পৌরসভা এলাকার লাইনঝিরিস্থ বাস ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। এ সময় প্রার্থীর স্বামী ও হাই কোর্ট সুপ্রিম কোর্টের এ্যডভোকেট মকবুল আহামদ, দলের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন সেতারা আহামদ সাংবাদিকদেরকে বলেন, লামা উপজেলাবাসীর শান্তির জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত দলের লোকজন ও লামাবাসীর যে সহায়তা ও সমর্থন পেয়েছি তাতে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এর আগে চেয়ারম্যান প্রার্থী আবু তাহের মিয়া নির্বাচন থেকে সরে দাঁড়ান। বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তফা জামাল ও স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর প্রতিদ্বন্ধিতায় রয়েছেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও লামা উপজেলা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ন চাকমা বলেন, চেয়ারম্যান প্রার্থী সেতারা আহামদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন।

আরও পড়ুন