করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাঙামাটি জেলা কারাগার থেকে রবিবার ১ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে দণ্ড মওকুফ করায় তাদের মুক্তি দেওয়া হয়।
কারাগার সূত্র জানায়, রাঙামাটি কারাগারে এক বছরের দণ্ডপ্রাপ্ত ১ জন বন্দির দণ্ড মওকুফ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার নাম শাহ জামাল। সে মাদকের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত অাসামি। ইতোমধ্যে সে ২ মাস ১০ দিন সাজা ভোগ করে। তার বাড়ি কাপ্তাই উপজেলায়।
রাঙামাটি জেলা কারাগারের জেল সুপার মতিয়ার রহমান জানান, করোনা ভাইরাস মহামারির কারণে সরকার লঘু দণ্ডপ্রাপ্ত বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাঙামাটি কারাগারে বন্দি তিন দণ্ডপ্রাপ্ত’র তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদের মধ্যে এক জনের দণ্ড মওকুফ করা হয়েছে।