বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ এর সাবেক সদস্য আব্দুর রহিম চৌধুরী সন্তান মো: সোহেল চৌধুরী’র অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা আজ সোমবার এক শোকবার্তায় সোহেল চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, বান্দরবানের সুয়ালক রুপালী ঝর্ণা এলাকার নিজ বাগান থেকে জেলা সদরের দিকে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সোহেল। পথে টিটিসি সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। এতে গুরুতর আহত হন সোহেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি দুই কন্যা সন্তান ও পরিবারের সদস্যসহ বহু শুভাকাঙ্খী রেখে যান।