১২ দিন ধরে নিখোঁজ কাপ্তাইয়ের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী সুবিরন তংচঙ্গ্যা
গত ১২ দিন ধরে পাওয়া যাচ্ছে না রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর ছোট পাগলী পাড়ার বাক ও বুদ্ধি প্রতিবন্ধী সুবিরন তংচঙ্গ্যাকে,তার বয়স ২৮।
সুবিরন তংচঙ্গ্যার পিতা দেবীচরন তংচঙ্গ্যা প্রতিবেদককে জানান, গত ৭ জুলাই সকাল ৮ টায় আমার ছোট ছেলে সুবিরন কাউকে কিছু না বলে ঘর হতে বের হয়ে চলে যান। ঐদিন সন্ধ্যা পর্যন্ত ছেলে ঘরে ফিরে না আসায় আমি আত্মীয় স্বজন’সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে আজ (রবিবার)পর্যন্ত তাকে খুঁজে পায়নি। আমি গত ১৪ জুলাই কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরী করি।
![NewsDetails_03](https://paharbarta.com/wp-content/uploads/ad-space-news-details.png)
ছোট পাগলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানোদয় তংচঙ্গ্যা বলেন,নিখোঁজ সুবিরন আমার এলাকার ছেলে। বিগত ৪ বছর আগেও সে একবার ঘর থেকে কাউকে না বলে বেরিয়ে গিয়েছিলেন। ১২ দিন পর তাকে কাউখালী উপজেলা বাজার এলাকা হতে পাওয়া যায়।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, ছেলেটি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। তাকে গত ৭ জুলাই হতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে তার বাবা দেবীচরন গত ১৪ জুলাই কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং- ৫২২/২০২১