১৭তম বোমাং রাণীর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

বোমাং সার্কেল চীফ ১৭তম রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু এর সহধর্মিনী

NewsDetails_01

বান্দরবানের বোমাং সার্কেল চীফ ১৭তম রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু এর সহধর্মিনী রাণী ওয়াং প্র“ এর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (১৮ মে) বিকালে শেষকৃত্যানুষ্ঠান শেষে কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তার মরদেহ দাহ করা হয়।

NewsDetails_03

এসময় রাণীকে শেষ শ্রদ্ধা জানাতে বান্দরবান কেন্দ্রীয় মারমা শ্মশানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি , বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা , সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ক্য এস মং, রাজপরিবারের সদস্যসহ বান্দরবানের বিভিন্ন স্তরের জনগণ।

ঐতিহ্য পরম্পরায় ধর্মীয় রীতি অনুযায়ী তরুণ তরুণীরা নৃত্য পরিবেশন এর মাধ্যমে সম্মান জানিয়ে কেন্দ্রীয় শ্মশানে রাণীর মরদেহ সৎকার করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রশাসনের বিধি নিষেধ থাকায় অনুষ্টানে জনসমাগম ছিল অনেকটা কম।

উল্লেখ্য গত ১০ মে রাতে বান্দরবানের রাজবাড়ীতে ৭৫ বছর বয়সে বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন ১৭তম বোমাং রাজার স্ত্রী রাণী মাওয়াং প্রু। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন