আলীকদমে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশ

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় আওয়ামী যুবলীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমন্বয় কমিটির আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় আলীকদম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে আলীকদম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমী কার্যালয় মাঠে এসে শেষ হয়, পরে সেখানে বিশাল যুব সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমন্বয় কমিটি আহ্বায়ক ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এম. কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিউল আলম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস এবং উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মা।

NewsDetails_03

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জামাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দুংড়ি মং মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুব লীগের যুগ্ন আহবায়ক ওমর ফারুক, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন বিএ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ফাহিমসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ শেখ হাসিনার বিশ্বস্ত প্রহরী হিসেবে কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

তারা আরো বলেন, প্রত্যেক কর্মীকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে ও ৩০০নং আসনে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ৭ম বারের মত নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন