করোনা পরিস্থিতি: নাইক্ষ্যংছড়ি পরিদর্শনে মেজর মোয়াজ্জেম হোসেন

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে পরিদর্শন করেছেন মেজর মোয়াজ্জেম হোসেন ।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে বান্দরবানের আলীকদম সেনা ক্যান্টমেন্টের মেজর মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল পরির্দশন করেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ নাইক্ষ্যংছড়ি বাজার, চাকঢালা বাজার ও সীমান্তের আমতলী মাঠ।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাফর মো,ছলাম এর সাথে কোভিড-১৯ নামক করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ গুলো পরির্দশন করে মেজর মোয়াজ্জেম হোসেন।

NewsDetails_03

এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, থানা অফিসার ইনচার্জ মো,আনোয়ার হোসেন,প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী।

পরে এই পরিদর্শন দলটি নাইক্ষ্যংছড়ি বাজারে গিয়ে ব্যবসায়ীদের উদ্যোশে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতামূলক মাইকিং করে সীমান্তের চাকঢালা গিয়ে শেষ হয়।

পরির্দশনকালে মেজর মো: মোয়াজ্জেম হোসেন জানান, বিদেশ থেকে ফেরত আসা হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির অবস্থান নিশ্চিতসহ সামাজিক দূরত্ব ও অহেতুক দোকানে আড্ডা এবং ঘরের বাহিরে ঘুরাফেরা না করার বিষয় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া মূল লক্ষ্য।

আরও পড়ুন