ক্ষুদ্র নৃ গোষ্ঠী স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সভা

NewsDetails_01

বান্দরবানে ক্ষুদ্র নৃ গোষ্ঠী স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী।

NewsDetails_03

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভানু মার্মা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার (প্রশাসন ও অর্থ) ডা. তাসলিমা আনাম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. সৃজন সাহা।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী সার্জন ডা. তাহমিনা করিম রুপা এবং ডা. সাকিব অনিক।
এ সময় বক্তারা, পরিস্কার পরিচ্ছন্নতা, খাবারের আগে হাত ধোঁয়া, যেখানে সেখানে কফ থুথু না ফেলা, ম মূত্র ত্যাগের পরে সাবান দিয়ে হাত ধোঁয়ার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও ডায়বেটিস, উচ্চ রক্ত চাপ, সাপে কাটার বিষয়েও মতবিনিময় হয়।

ওঝা, বৈদ্য, কবিরাজ, সনাতন উপশমকারী, কারবারী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন