খাগড়াছড়িতে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

NewsDetails_01

‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগ।

আজ শনিবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হল প্রাঙ্গণে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনটির নেতাকর্মীরা।

NewsDetails_03

পরবর্তীতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মণি ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা করেন। ফজলুল হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার অধিনস্থ সকল শাখা যুবলীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন