খাগড়াছড়িতে ৩৭০০ লিটার সয়াবিন তেল জব্দ

NewsDetails_01

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৩৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা শহরের নারায়ণ মন্দির সংলগ্ন নিজাম স্টোরে অভিযান পরিচালনা করে মজুদ করা ৩৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এসময় নিজাম স্টোরের মালিক নিজাম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি জব্দকৃত তেল ভোক্তাদের মধ্যে খুচরা দামে বিক্রি করতে আদেশ দেওয়া হয়।

NewsDetails_03

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত বলেন, অভিযুক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজাম স্টোর থেকে ৩৭০০ লিটার সয়াবিন তেল আমরা জব্দ করেছি। উনাদের ট্রেডিং লাইসেন্স নেই আর তেলগুলো প্রায় ৩ মাস আগের। এখানে অবৈধভাবে তেল মজুদ করে তারা তেলের কৃত্রিম সংকট তৈরি করতে চেয়েছিল।

এসময় ম্যাজিস্ট্রেট শাকিল, ম্যাজিস্ট্রেট ইমরান, কাউন্সিল অব কনজিউমার রাইটসের জেলা সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ সহ পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আরও পড়ুন