চিম্বুক পাহাড়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

NewsDetails_01

বান্দরবানের চিম্বুক পাহাড়ের রামরি পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী। আজ ২৫ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে চিম্বুক পাহাড়ের রামরি পাড়ায় সেনাবাহিনী ও পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৭ বান টিন ও ১ হাজার মিটার পানির পাইপ প্রদান করা হয়।

এসময় বান্দরবান সেনা রিজিয়নের জি টু আই মেজর মুহাম্মদ এরশাদ উল্লাহ,ওয়াই জংশন আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যপ্টেন শিহান মুনির,পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো,টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লুকান ম্রো সহ অনেকে উপস্থিত ছিলেন।

NewsDetails_03

সেনাবাহিনী জানান,সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র নৃগোষ্টির যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতে এই ধরণের কার্র্যক্রম অব্যহত থাকবে।

গত ২৩ মার্চ দুপুরে দুস্কৃতিকারীরা চিম্বুক পাহাড়ের রামরি পাড়ায় আগুন লাগিয়ে দেয়, আর এতে কয়েকটি ঘর পুড়ে যায় এবং সেই সাথে দুর্গম পাহাড়ের ৪ হাজার ফুট নিচের ঝিড়ি থেকে থেকে সংগ্রহ করা পানির পাইপ স¤পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন