জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে এলজিইডির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

NewsDetails_01

আগামী ১৫ আগস্ট ২০১৮ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নিবার্হী প্রকৌশলীর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলীর সভাকক্ষে এই চিত্রাংকন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী ন.স.ম জিল্লুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিবার্হী প্রকৌশলী আবু তালেব চৌধুরী।

NewsDetails_03

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপ-সহকারী প্রকৌশলী মো. জজরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি,নাইক্ষ্যংছড়ির উপ- সহকারী প্রকৌশলী মো. শরীফুল ইসলাম,এলজিইডির ট্রেনিং অফিসার হোসাইন মোহাম্মদ মাসুদ আলম,উচ্চমান সহকারী আবদুল হালিম খাঁন,ল্যাব টেক ইখতিয়ার উদ্দিন,সিএইচটি আর ডিপি -২ কনসালটেন্ট গিয়াস উদ্দিনসহ বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায়া অংশগ্রহণ কারীরা।

এসময় অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী সর্ম্পকে আলোচনা করা হয়।
পরে চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

উল্লেখ যে উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার কারীদের আগামী ১৫ আগস্ট ২০১৮ তারিখে ঢাকায় জাতীয় পর্যায় চিত্রাংকন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন