তথ্য অধিকার আইন বিষয়ে জানে না ৫০ ভাগ লোক

রোয়াংছড়িতে তথ‍্য কমিশনের পরিচালক

NewsDetails_01

সরকার কর্তৃক ২০০৯ সালের পাসকৃত তথ‍্য অধিকার আইনের বিষয়ে এখনো ৫০ ভাগ মানুষ অবগত নয়। যার কারণে প্রয়োজনীয় তথ‍্য চাইতে গিয়ে সঠিক তথ‍্য প্রদানে অপারগতার ফলে জনগণ তথ‍্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সরকারের গৃহীত কর্মসূচী অবগত করতে জনগণের সামনে তুলে ধরার জন্য ব‍্যাপক প্রচার করতে তথ্য অধিকার আইন অবহিতকরণ কর্মশালার অনুষ্ঠানে তথ‍্য কমিশনের পরিচালক (প্রশাসন) মো: জে.আর শাহরিয়ার এসব কথা বলেন।

NewsDetails_03

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (২৩ মার্চ) দিনব্যাপী উপজেলায় এক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্ল‍্যাহ আল জাবেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, রোয়াংছড়ি কলেজের অধ‍্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদ কবীর, আলেক্ষ‍্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ‍্যা। এছাড়া উপজেলা ৩৭টি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন