থানচিতে আফিমসহ আটক ১

NewsDetails_01

বান্দরবনে থানচি উপজেলায় নিষিদ্ধ মাদক আফিম উদ্ধার করেছে পুলিশ। এসময় এক নারীকে আটক করা হয়। তার নাম খিহই খুমী (৭৮)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ৯ জানুয়ারী দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানচি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ এলাকায় বিজ্ঞানি মংসানু মারমা পাড়ায় থানচি থানা সহকারী পরিদর্শক (নিরস্ত্র) মহিউদ্দিন নেতৃত্বে পুলিশের একটি দল রাতে অভিযান চালায়ে খিহই খুমী (৭৮)র ঘর থেকে ২০০ গ্রাম নিষিদ্ধ আফিম পলিথিন মুড়ানো অবস্থায় হাতে নাতে আটক করা। তবে আফিমের বাজার মূল্য জানা যায়নি।

তিনি বলিপাড়া ইউনিয়নের মৃত কাইলো খুমী এর স্ত্রী। বিজ্ঞানি মংসানু মারমা পাড়ায় কুঅং খুমীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

NewsDetails_03

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের চোরা কারবারীরা থানচি উপজেলায় পর্যটক সেজে ডুকে পড়েছে। নিষিদ্ধ মাদক দ্রব্য চোরা কারবারীদের ধরে আইনে সোপর্দ করতে না পারলে উপজেলা আইন শৃঙ্খলা অবনতি হতে পারে।

তিনি আরো বলেন, মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) ৬ (খ) ধারা মোতাবেক থানচি থানায় একটি মামলা হয়েছে, তাকে সোমবার বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবানের সীমান্ত এলাকাগুলোতে পপি চাষ করা হয় আর পপি থেকেই নিষিদ্ধ মাদক আফিম তৈরি করা হয়।

আরও পড়ুন