বান্দরবানের সাথে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

ভেঙ্গে গেল ব্রিজ

NewsDetails_01

বান্দরবান-রোয়াংছড়ি উপজেলা সড়কের হানসামা পাড়া এলাকায় নোয়াপতং খালের উপর নির্মিত পুরানো সংযোগ বেইলী ব্রিজ এর পাটাতন সরে পড়ে যায়। ফলে বান্দরবানের সাথে রোয়াংছড়ি
উপজেলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

NewsDetails_03

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বালু বোঝাই ট্রাক বান্দরবান থেকে রোয়াংছড়ির উদ্দেশ্য আসছিল। ওই বালু বোঝাই ট্রাকটি হানসামা পাড়া এলাকায় পৌঁছে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটির এক পাশ থেকে পাটাতন ভেঙ্গে পড়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

হানসামা পুলিশ ফারির ক‍্যাম্পের আইসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বান্দরবান থেকে বালু বোঝাই ট্রাক রোয়াংছড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন। হানসামা এলাকায় পৌঁছে বেইলি ব্রিজের উপর যাওয়ার সময় ব্রিজটির মাঝখান থেকে দুইটি পাতাটন সরে গিয়ে পড়ে গেছে। তবে কোন হতাহত হয়নি।

আরও পড়ুন