থানচিতে কাজু বাদাম ও কপি চাষের উপর প্রশিক্ষণ পেল ৫৫জন কৃষক

NewsDetails_01

বান্দরবানে থানচিতে ৫৫ জন কৃষকের অংশগ্রহনের মধ্য দিয়ে কাজু বাদাম ও কপি চাষের উপর পরিচর্চা, উৎপাদন ক্ষেত্র, সার কীটনাষক ব্যবহার,বাজারজাত করন, অর্থনৈতিক কাঠামো উপর এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ২৬ অক্টোবর সকাল ১০টা থানচি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় এনজিও সংস্থা গ্রাউস এর আয়োজনের ফোভেন এগ্রিকালচার প্রকল্পের আওতায় থানচি ও বলিপাড়া দুই ইউনিয়নের বেশ কয়েকটি পাড়ায় প্রাথমিক পর্যায়ে প্রায় ২শত কৃষকদের অর্ন্তভূক্ত করেন।

NewsDetails_03

বাংলাদেশ কৃষি সম্প্রসারন বিভাগের নানামুখি সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম)। সভাপতিত্ব করেন, স্থানীয় এনজিও সংস্থা প্রকল্পের কো-অর্ডিনেটর মনিয়াম ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানচি সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা নুচিং প্রু মারমা,উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের বলিপাড়া ইউনিয়নে ১-২-৩ নং ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মংচ প্রু মারমা,থানচি সদর ইউনিয়নের ১-২-৩ নং ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব মারমা প্রমূখ।

এসময় বক্তারা বলেন,বর্তমান সরকার কৃষি উন্নয়নের কাজ করে সাফলতার সাথে কৃষি বিপ্লব ঘটাতে চলছে,এরই ধারাবাহিকতায় থানচি উপজেলা কৃষি বিভাগ অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে।

আরও পড়ুন