দীঘিনালায় লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

NewsDetails_01

করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে দীঘিনালা উপজেলা প্রশাসন।

উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি নিরলসভাবে কাজ করে চলছে যুব রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট গ্রুপ।

NewsDetails_03

আজ শনিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার বোয়ালখালী নতুন বাজারে যৌথভাবে পরিদর্শনে আসেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুজ্জামান খাঁন (পিএসসি), উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইমরান আহমেদ ও দীঘিনালা থানার অফিসার ইনচার্জ এ কে এম পেয়ার আহমেদ।

এ সময় বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এ করোনা মহামারী প্রতিরোধ করতে হবে। বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে দীঘিনালা বাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হবেননা ৷

আরও পড়ুন