দেবতাছড়ি স্বধর্ম জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর উত্তর দেবতাছড়ি স্বধর্ম জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে আজ শনিবার দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।

বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ ক্ষেমিন্দা মহাস্থবির এর সভাপতিত্বে‌ দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের।

NewsDetails_03

অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এইসময় বিশেষ দায়ক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, ১০০ নং ওয়াগ্গা মৌজা হেডম্যান অরুণ তালুকদার।

অনুষ্ঠানে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন