নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কলেজ গেইট মার্কেটে মঙ্গলবার মধ্য রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ৩১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

১১ জুলাই মঙ্গলবার দিবাগত মধ্য রাত সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি হাজী এম, এ কালাম সরকারি কলেজ গেইটের সামনের মার্কেটে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়েছে।

NewsDetails_03

পুড়ে যাওয়া দোকানগুলো হলো,মুহাম্মদ রফিক মুদির দোকান, বদু খলিফা কাপড় ও টেইলারিংয়ের দোকান,আব্দু শুক্কুর চায়ের দোকান, মুহাম্মদ ইউছুফ মুদির দোকান, কালি পদ রুদ্র প্রকাশ শ্যামল সেলুনের দোকান,বিপিসন বড়ুয়া প্রকাশ পুসিন তরিতরকারি দোকান, বালি বড়ুয়া ফার্ণিসারের দোকান।

ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, মঙ্গলবার দিবাগত মধ্য রাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম সরকারি কলেজ গেইট সংলগ্ন অর্থাৎ পুরাতন সিনেমা হল নামে পরিচিত এলাকায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও উপজেলার পার্শ্ববর্তী রামু উপজেলার ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই মার্কেটের ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও তারা জানান।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও জানা যায়নি। তবে অনেকের ধারণা চায়ের দোকানের চুলার কয়লা বা গ্যাস সিলেন্ডার থেকে।

আরও পড়ুন