নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে পুলিশ ফাড়িঁর চেকপোস্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে ২০টি প্যাকেটে ৩ হাজার ৮শ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

NewsDetails_03

অভিযানে নেতৃত্ব দেন পুলিশের সোনাইছড়ি আইসি জহির উদ্দিন ও এসআই ইমাম হোসেন। এসময় গাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- ঈদগাঁও ১নং ধলিরছড়া ইউনিয়নের মাছুয়া খালী সিকদ্দার পাড়ার বাসিন্দার নুরুল আলমের পুত্র মোহাম্মদ ইলিয়াছ (৩০) এবং জালালাবাদ ইয়নিয়নের মাছুয়াখালী উত্তর পাড়া বাসিন্দার নুরুল আমিনের পুত্র আবু কায়েছ (২০)। এদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর জানান, অভিনব পন্থায় ২০টি নীল রঙের প্যাকেটে করে ইয়াবাগুলো পরিবহণের সময় পুলিশ দুজন মাদক ব্যবসায়ীসহ ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন