বান্দরবানের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না : মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ধানের জমিতে পানি সরবরাহের জন্য সেচ নালা প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রত্যেক ধানপ্রবণ এলাকায় সেচ নালা করা হবে। জেলার এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, চাষযোগ্য করা হবে। শুধু এক সিজনে নয় পুরো বছরে জমিতে চাষাবাদ হলে এখানে আর খাদ্য ঘাটতি থাকবে না, উদ্বৃত্ত খাদ্য বান্দরবানের বাহিরে পাঠানো যাবে।

আজ রবিবার (২৮ মার্চ) সকালে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জেলার বিভিন্ন সমবায় সমিতির ধান মাড়াই মেশিন ও সেচ পাম্প বিতরণ এবং পৌরসভায় রোড সুইপার মেশিন হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস ফরাজী, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক কৃষিবিদ ড.এ কে এম নাজমুল হকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

NewsDetails_03

মন্ত্রী আরো বলেন, কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন হবে। এরই মধ্যে পার্বত্য এলাকার কৃষির উন্নয়নে ৭০০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে।

পরে মন্ত্রী পার্বত্য এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলা (জিআর খাতের) কর্মসূচির আওতায় ২২ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ইউনিয়নের ৪৮টি সমবায় সমিতিকে ১৪ টি ধান মাড়াই মেশিন ও ৩৪টি সেচ পাম্প বিতরণ করেন । এছাড়াও বান্দরবান পৌরসভাকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ২টি রোড সুইপার মেশিন হস্তান্তর করেন।

আরও পড়ুন