বান্দরবানের ত্রিপুরাদের বসতি গড়ে দিচ্ছে ইউপিডিএফ !

রামগড়ে বাঙ্গালিদের ভূমি দখল

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ের প্রত্যন্ত এলাকায় বাঙ্গালিদের কয়েকশ একর রেকর্ডকৃত টিলাভূমি দখল করে বান্দরবান থেকে আসা ত্রিপুরা উপজাতীয় পরিবারদের বসতি স্থাপনের অভিযোগ উঠেছে।

প্রসীতখীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের উদ্যোগে পরিকল্পিত ভাবে ভূমিদখলের এ কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ করে মানববন্ধন করেছে বাটনা শিবির ভূমি রক্ষা কমিটি ও নির্যাতিত গুচ্ছগ্রামবাসীর নেতৃবৃন্দ।

আজ বুধবার (২১ জুন) রামগড় পৌর শহরে বহিরাগত উপজাতীয় ভূমিদস্যু ও ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র সন্ত্রাসীদের মদদে অবৈধ ভাবে বাঙ্গালিদের ভূমিতে বসতি নির্মাণ এবং বে-দখলের প্রতিবাদে “বাটনাশিবির ভূমি রক্ষা কমিটি ও নির্যাতিত গুচ্ছগ্রামবাসী”র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন।

সংগঠনের সভাপতি মো: ইউনুছের সভাপতিত্বে এ মানববন্ধনে রামগড় পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বশর বলেন, বাটনাশিবির এলাকায় বাঙ্গালীরা ৬০-৭০ বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ কিছু বহিরাগত ত্রিপুরা উপজাতীয় পরিবার বাঙ্গালীদের রেকডিয় ভূমি দখল করে অবৈধভাবে বসতি স্থাপন করছে।

NewsDetails_03

বাটনাশিবির ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোল্লা বলেন, “আমার বাগবাগিচা সজ্জিত ভূমিতে আমরা যেতে পারছি না, বহিরাগত উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা আমার ভূমিতে অবৈধভাবে বসতি স্থাপন করছে, সরকারের ও প্রসাশনের কাছে আমাদের ভূমি উদ্ধারের জোর দাবি জানাই।”

সংগঠনের সিনিয়র সহ সভাপতি রবিউল হক রবি বলেন, “আমরা আমাদের ভূমির নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি, আমার নামে রেকর্ডভূক্ত ভূমি বহিরাগত উপজাতীয় ভূমিদস্যূরা আমাকে বাগবাগিচা করতে দিচ্ছে না। সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে ভূমিতে যেতে পারছি না। আমি সরকার ও প্রশাসনের কাছে আমাদের ভূমি উদ্ধার এবং ভূমির নিরাপত্তা চাই।”

সংগঠনের সভাপতি মোঃ ইউনুছ তার বক্তব্যে বলেন, “সরকার ১৯৮৬ সালে উপজাতীয় সশস্ত্র শান্তিবাহিনীর আক্রমণের কারণে আমাদের বাপ-দাদার বসত-ভিটা বাটনাশিবির এলাকা থেকে তৈচালাপাড়া গুচ্ছগ্রামে নিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তির ২৫ বছর পার হলেও আজও আমাদের ফেলে আসা বসত-ভিটায় পূনর্বাসন করা হয়নি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বহিরাগত উপজাতীয় ভূমিদস্যুরা আমাদের ভূমি জবর দখল এবং জোরপূর্বক অবৈধ বসতি স্থাপন করে চলছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, ইদানীং বান্দরবানের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ত্রিপুরা উপজাতি পরিবারকে এনে বাঙ্গালিদের জায়গায় বসতিস্থাপন করে দেওয়া হচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া বাটনাশিবির এলাকার ভূমি মালিক হানিফ মজুমদার, আমিন সওদাগরসহ গুচ্ছগ্রামবাসীরা তাদের ভূমি বে-দখল হওয়া রেকর্ডীয় ভূমি উদ্ধারে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে বাটনাশিবির ভূমি রক্ষা কমিটির সভাপতি মো: ইউনুছ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে ৬ দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের সকল বে-দখলকৃত ভূমি উদ্ধার করা, বাটনাশিবির এলাকার সকল গুচ্ছগ্রামবাসীকে পূনর্বাসনের ব্যবস্থা করা, বাটনাশিবির এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, বাদপড়া গুচ্ছগ্রামাবাসীদের তালিকা তৈরি করে রেশন সুবিধা নিশ্চিত করা, গুচ্ছগ্রামবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি, সরকারি বেসরকারি চাকরিতে অগ্রাধিকার এবং বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন