বান্দরবানের সিভিল সার্জনের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

NewsDetails_01

করোনা ভাইরাসে আক্রান্ত বান্দরবানের সিভিল সার্জন অং সুই প্রু এবং বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এর রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় বান্দরবান শহরের রাজগুরু বৌদ্ধ বিহারে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এসময় বোমাং রাজ পুত্র সাচিং প্রু জেরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ক্য এস মং ও বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন। এসময় করোনা আক্রান্ত সিভিল সার্জন এবং বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিং হ্লা মং মার্মা এর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। গত রবিবার (১২ জুলাই) বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর সিভিল সার্জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, গত (৭ জুলাই) বান্দরবানে সিভিল সার্জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন, এরপর থেকে তিনি চট্রগ্রাম ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পরে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জেলায় করোনা শুরুর পর থেকে জেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আপ্রান চেষ্টা করেন জেলার এই সিভিল সার্জন।

আরও পড়ুন