বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে পৌর যুবলীগ

NewsDetails_01

ত্রাণ সামগ্রী বিতরণ করছে পৌর যুবলীগের নেতাকর্মীরা
বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যমপাড়ার মারমা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ার পর ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্দরবান জেলা ও পৌর শাখা। আজ রবিবার বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যমপাড়ার মারমা বাজার এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান জেলা ও পৌর যুবলীগের নেতা কর্মীদের অর্থায়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭০পরিবারের মাঝে ১০ কেজি চাল,২ কেজি ডাল,১ কেজি তৈল,হাড়ি-পালিত,শুকনো খাবারসহ বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক রানা চৌধুরী বলেন, বান্দরবানের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা আমাদের অহংকার পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের পক্ষে আজ আমরা পৌর যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্থদের পাশে এসে দাড়িয়েছি। গতকাল শনিবার যখন মধ্যমপাড়ার মারমা বাজার এলাকায় অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে এসে ফায়ার সার্ভিসের সাথে এক হয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পার্বত্য বীর এর নেতৃত্বে আমরা সব সময় বান্দরবানের মানুষের পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকবো।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,পৌর যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন ,সাধারণ সম্পাদক মোঃ এ কে এম এহাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল ঘোষ,সাংগঠনিক সম্পাদক উচনু মার্মা,উপ-প্রচার সম্পাদক রানা চৌধুরী,আলীকদম উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মোমিন, রুমা উপজেলা যুবলীগের সভাপতি উ হ্লা মং মার্মাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

আরও পড়ুন