বান্দরবানে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন

NewsDetails_01

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব নানা আয়োজনের মাধ্যমে পালন করছে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা।

ভগবান শ্রীকৃষের জন্ম উৎসবকে ঘিরে চারদিনব্যাপী নানা আয়োজন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজারমাঠে প্রদীপ প্রজ্জলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।

NewsDetails_03

এসময় বান্দরবান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশ,সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সনজয়,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ,সমাজ সেবক অমল কান্তি দাশ, ঠিকাদার তাপস কান্তি দাশসহ বিভিন্ন মন্দিরের পুরোহিত,সভাপতি সম্পাদকসহ শতশত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

YouTube video

ভগবান শ্রীকৃষের জন্ম উৎসব উপলক্ষে উৎসবস্থলে (২২-২৫ আগষ্ট) চারদিনব্যাপী চলবে হরিনাম সংকীর্তন,আলোচনা সভা,আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান,মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।

আগামী ২৫ আগষ্ট ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই জন্মাষ্টমী উৎসব শেষ হবে।

আরও পড়ুন