মাটিরাঙ্গায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

NewsDetails_01

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

আজ বুধবার ৬ সেপ্টেম্বর, ১১টার দিকে শোভাযাত্রাটি মাটিরাঙ্গা কেন্দ্রীয় কালী মন্দির থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয় একই সাথে ব্যাজ ও উত্তরী পরিয়ে অতিথিদের বরন করে নেয়া হয়। দিবসটি উপলক্ষে গীতাপাঠ, মহাজনীয় ভজন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র বনিকের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা শ্রী শ্রী কেন্দ্রীয় রক্ষা কালী মন্দিরের সভাপতি ব্রজলাল দে প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন