বান্দরবানে জিবিভি প্রকল্পে কার্যক্রম পরির্দশন করেন সুইডেনের রাষ্ট্রদূত

NewsDetails_01

বান্দরবান সদর উপজেলাস্থ সুয়ালক মাঝের পাড়ায় বিএনকেএস এর বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থার সুইডেন দূতাবাস ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচি প্রকল্পের” বাংলাদেশ সুইডেন দূতাবাসে উর্ধতন কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

NewsDetails_03

গত রবিবার (০৫ মার্চ) বিকালে মাঠ পর্যায়ে পরিদর্শনে সময় বাংলাদেশ সুইডেন দূতাবাসে রাষ্ট্রদূত অ্যালেক্সজান্দ্রা র্বাগ ফর লিন্ডে, মারিয়া স্ট্রিডসম্যান, ডিপুটি হেড অব মিশন, ড্যানিয়েল নোভাক, ফাস্ট সেক্রেটারী, হেলথ সেক্টর, সুইডেন দূতাবাস, বাংলাদেশ, ক্রিস্টির ব্লকহাস, ইউএনএফপিএ কান্ট্রি ডিরেক্টর, ডাঃ বিভাবেন্দ্র রঘুবংশী, হেলথ সেক্টরে প্রধান, মো: শামসুজ্জামান, প্রোগ্রাম বিশ্লেষক-এসআরএইচআর, জেলার সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, মানুষের জন্য ফাউন্ডেশনের ডিরেক্টর প্রোগ্রাম বনশ্রী মিত্র নিয়োগী, ম্যানেজার সোমা দত্ত, বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লা সিং নু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মারমা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা সহ এলাকার সুশীর সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুইডেন রাষ্ট্রদূত অ্যালেক্সজান্দ্রা র্বাগ ফর লিন্ডে বিএনকেএস এর মাধ্যমে বাস্তবায়িত জিবিভি প্রকল্পের অর্জিত পরির্বতন নিয়ে নারী নেত্রী, কিশোরী ও প্রথাগত কারবারী এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে পার্বত্য এলাকায় প্রকল্প বাস্তবায়নে সুইডেন দূতাবাসে সার্বিক সহযোগিতায় অব্যাহত থাকবে।

আরও পড়ুন