বান্দরবানে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলায় মাদক মামলায় এক মাদক কারবারি ও পলাতক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ব্যাক্তি হলেন, মো. শোয়াইব ওরফে শফি (২২)। সোমবার (১৭ জুলাই) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া এর আদালত এ রায় দেন।

NewsDetails_03

মামলার বিবরণীতে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মো. শোয়াইব কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার জালিয়াখালি দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁকে ৬১ পিস ইয়াবাসহ ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি বান্দরবান বাজারের কামাল বোর্ডিং থেকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

এ বিষয়ে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইকবাল করিম জানান, মাদকের মামলায় মো. শোয়াইবকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ ফজলে এলাহী ভূইয়া। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার আদেশ দেন বিজ্ঞ আদালত।

আরও পড়ুন