বান্দরবানে ২ পাথর খেকো কারাগারে

NewsDetails_01

বান্দরবানে অবৈধ পাথর উত্তোলনের দায়ে দুই পাথর ব্যবসায়ীকে জেলহাজতে পাঠিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই দুই ব্যবসায়ি হলেন, মোঃ জয়নাল ও মোঃ ছৈয়দ আলম। তারা জেলার আলীকদম উপজেলার বাসিন্দা।

NewsDetails_03

আদালত সূত্রে জানা যায়,অবৈধ পাথর উত্তোলনের মামলায় আজ বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে মোঃ জয়নাল ও মোঃ ছৈয়দ আলম হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্রে আরো জানা যায়, অবৈধ ভাবে পাথর উত্তোলন করার মামলায় পাথর খনিজ সম্পদ উত্তোলন ও হেফাজত রাখার অপরাধে তারা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান তাদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

আরও পড়ুন