বান্দরবানে ৬ নিহতের লাশ হস্তান্তর

NewsDetails_01

বান্দরবানের সদর উপজেলার বাগমারা এলাকায় শসস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ৬ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় একে একে এই ৬ জনের লাশ হস্তান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বান্দরবান সদর হাসপাতালে ৬ নিহতের ময়নাতদন্ত শেষ হলে গুলিতে নিহত জেএসএস এমএন লারমা গ্রুপের বান্দরবান জেলা সমন্বয়ক রতন তংচঙ্গ্যার (৫০) লাশ তার ছেলের কাছে হস্তান্তর করে পুলিশ। অন্যদিকে সন্ধ্যা ৭টার পর সংগঠনটির খাগড়াছড়ি উপদেষ্টা কমিটির সদস্য চিং থোয়াইঅং মারমা ডেভিড (৫৬)। পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির খাগড়াছড়ির সদস্য রবীন্দ্র চাকমা (মিলন) ৫০। পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির খাগড়াছড়ির সদস্য রিপন ত্রিপুরা জয় (৩৫) ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির খাগড়াছড়ির সদস্য জ্ঞান ত্রিপুরা (দিপেন) (৩২) এর লাশ সংগঠনটির নেতা উবামং মার্মার কাছে হস্তান্তর করা হয়।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলার সদর উপজেলার বাগমারা এলাকায় শসস্ত্র সন্ত্রাসীদের গুলিতে রতন তংচঙ্গ্যার বাসায় রতনসহ জেএসএস এমএ লারমা গ্রুপের ৬ সদস্য নিহত হয়। এসময় নিরু চাকমা, বিদ্যুৎ ত্রিপুরা, মিজ পুরু বা চিং আহত হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত এবং আহত দুজন গত ৩১ মে থেকেই সেই বাসায় অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান,পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য জনসংহতি সমিতি (সন্তু লারমা গ্রুপ), জনসংহতি সমিতি (এমএন লারমা গ্রুপ) ও মগ লিবারেশন পার্টির (এমএলপি) ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর চর্তুমুখী বিরোধের জেরে জেলায় এই হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটছে। আর এর শেষ কোথায় সেই প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ৬ হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে, লাশগুলো হস্তান্তর করা হয়েছে, অপরাধীদের ধরতে কাজ করছে যৌথবাহিনী।

আরও পড়ুন