বান্দরবান হাসপাতালের করোনা রোগীদের খাদ্যসামগ্রী দিলেন বীর বাহাদুর ফাউন্ডেশন

NewsDetails_01

বান্দরবান হাসপাতালে থাকা করোনা রোগীদের খাদ্যসামগ্রী দিয়েছে বীর বাহাদুর ফাউন্ডেশন। আজ শনিবার (১৩ জুন) সকালে জেলার সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমার হাতে করোনায় আক্রান্ত রোগীদের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন বীর বাহাদুর ফাউন্ডেশনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা শৈমংচিং সাজু,বীর বাহাদুর ফাউন্ডেশনের সহ-সভাপতি লুবু প্রু মারমা,সাধারন-সম্পাদক নাজমুল হোসেন বাবলু, সুজন দাশ,মনিরুল ইসলামসহ আরো অনেকে।

NewsDetails_03

বীর বাহাদুর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক নাজমুল হোসেন বাবলু জানান,জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয় বীর বাহাদুর ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে বীর বাহাদুর ফাউন্ডেশন।

এসময় তিনি আরো বলেন,বর্তমান করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে। জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের পক্ষ থেকে করোনা ইউনিটের রোগীদের জন্য ভিটামিন সি যুক্ত ফলমূল ও উপহার সামগ্রী পৌছে দিয়েছি। যাতে করোনা আক্রান্ত রোগীরা সুস্থ এবং ভালো থাকে।

আরও পড়ুন