বিএনপি পার্বত্য এলাকার উন্নয়নে কি করেছে ? প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি

NewsDetails_01

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে পাহাড়ের উন্নয়নের ধা্রা অব্যাহত রেখেছে । কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে পার্বত্য এলাকার উন্নয়নের জন্য কি করছে ?

সোমবার সকালে বান্দরবান সদর উপজেলার রাজবিলা নীচের পাড়া বৌদ্ধ বিহারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

রাজবিলা শীলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি চিং হ্লা উ মার্মার সভাপতিত্বে অনুষ্টানে প্রতিমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চাকমা,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু মার্মা,সদস্য ম্রাচা খেয়াং, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,১নংরাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মার্মাসহ প্রমুখ।

NewsDetails_03

মন্ত্রী আরো বলেন, একসময়ে পাহাড়ের মানুষ নিরাপদে চলাচল করতে পারত না । কিন্তু শান্তি চুক্তির ফলে আজ পাহাড়ের মানুষ নিরাপদে চলাচল করতে পারে ।

বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পাহাড়ে যোগাযোগ , শিক্ষা , চিকিৎসা সহ নানামুখী উন্নয়ন হচ্ছে । আর সুফল পাচ্ছে সাধারন জনগণ ।

এসময় পচিঁশ লক্ষ টাকা ব্যয়ে রাজবিলা নীচের পাড়া বৌদ্ধ বিহারের ছাত্রাবাস এবং আঠার লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার রাজবিলা কুটির শিল্প ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী । এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাজবিলা কুটির শিল্পে ৮টি সেলাই মেশিন ও দুইটি পাওয়ার টিলার সরবরাহ করা হয়।

এর আগে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ২ কোটি ৪৯ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ১১০ মিটার উদালবুনিয়া ঝংকা কার্পেটিং উন্নয়ন সড়কের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ।

আরও পড়ুন