মেধাবী শিক্ষার্থী‌দের পুলিশ মেধাবৃত্তি সম্মাননা প্রদান

NewsDetails_01

এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস অর্জনকারী বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার (নন-পুলিশসহ) কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হ‌য়ে‌ছে। সম্মাননা স্বরুপ ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

র‌বিবার (২৪ মার্চ) সকা‌লে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম কর্তৃক প্রেরিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

NewsDetails_03

জানা গে‌ছে, এবছর রাঙামাটি জেলা পুলিশের ০৭ জন সদস্যের সন্তানরা বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেয়েছেন। তারমধ্যে এসএসসি ও সমমানের পরিক্ষায় সকল বিষয়ে A+ পেয়েছেন ০৪ জন। এইচএসসি ও সমমানের পরিক্ষায় সকল বিষয়ে A+ পেয়েছেন ০৩ জন পুলিশ সদস্যের সন্তান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) মোহাম্মদ শাহ ইমরান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন