রাঙামা‌টিতে ঘর পেয়ে খুশি বজ্রপা‌তে ক্ষতিগ্রস্তরা

NewsDetails_01

রাঙামা‌টি‌তে বজ্রপা‌তে ঘর পু‌ড়ে যাওয়া দুই প‌রিবার‌কে নতুন ঘর হস্তান্তর ক‌রে‌ছে রাঙামা‌টি সেনাবা‌হিনী। সেনাবাহিনীর দেওয়া ঘর পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা।

আজ বুধবার সকা‌লে শহ‌রের ভেদ‌ভেদী এলাকার ক্ষ‌তিগ্রস্থ মোঃ বাবুল ও খা‌লেক মিয়ার হা‌তে ‌নব‌নি‌র্মিত টিন‌শেড ঘ‌রের স্মারক চা‌বি তু‌লে দেন রাঙামা‌টি রি‌জিয়‌নের জিএসও টু মেজর পার‌ভেজ রহমান।

NewsDetails_03

এসময় মেজর পার‌ভেজ রহমান জানান, ক্ষ‌তিগ্রস্থরা খুবই গরীব, পুনরায় ঘর নির্মান করার সামর্থ না থাকার বিষয়‌টি মাথায় রে‌খে রি‌জিয়ন কমান্ডার বি‌গ্রেডিয়ার জেনা‌রেল ইমতাজ উদ্দি‌নের নি‌র্দেশনায় তা‌দের‌কে নতুন ঘর তৈ‌রি ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

এদিকে বজ্রপা‌তের ঘাঁ শুকাবার আগেই ঘর পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। তারা বলেন, বজ্রপা‌তে ঘ‌রের সব‌কিছু পু‌ড়ে গেছে। রাঙামা‌টি সেনাবা‌হিনী আমাদের ঘর নির্মাণ করে দিলেন। আমরা খুব খুশি হয়েছি।
এ সময় সেনাবা‌হিনীর পদস্থ কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন।

প্রসঙ্গতঃ গত ১৭ জুন রাঙামা‌টি শহ‌রের ভেদ‌ভেদী এলাকায় বজ্রপা‌তে আগুন লে‌গে মোঃ বাবুল ও খা‌লেক মিয়ার বসত‌ভিটা সম্পুর্ণ পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। ওই সময় রাঙামা‌টি রি‌জিয়ন কমান্ডার বি‌গ্রেডিয়ার জেনা‌রেল ইমতাজ উদ্দিন তা‌দের ঘর নির্মান ক‌রে দেওয়ার আশ্বাস দি‌য়ে‌ছি‌লেন।

আরও পড়ুন