রাঙামাটিতে নতুন ১৫ জনের নমুনা সংগ্রহ, ১০ জনের রিপোর্ট নেগটিভ

NewsDetails_01

করোনা সন্দেহে রাঙামাটির ১০ জনের নমুনায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। আজ রবিবার (১২ এপ্রিল) বিকালে রাঙামাটি সিভিল সাজর্ন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: মো মোস্তাফা কামাল এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আমরা আজকে ১০ জনের নমুনার ফলাফল পেয়েছি এদের সকলের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনি জানান, এই পর্যন্ত সর্বমোট ৪৬ জনের নমুনার নেগেটিভ ফলাফল এসেছে।

NewsDetails_03

ডা; মোস্তফা কামাল আরো বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলোশন ইউনিটে থাকা ঐ ব্যাক্তির ফলাফলও নেগেটিভ এসেছে। আজ রবিবার নতুন করে আরো ১৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

রাঙামাটি জেলা সিভিল সার্জন বিপাশ খীসা জানিয়েছেন, রাঙামাটি সদর হাসপাতালে আইসোলেশনে থাকা ব্যাক্তিসহ মোট ১৫ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।

আরও পড়ুন